আনন্দ মুখোপাধ্যায় ::অবতক খবর :: ১১ই,ডিসেম্বর ::কোলকাতা :: কলকাতার বাজারেও পেঁয়াজের দাম চড়া। এ সুযোগ কাজে লাগাতে এক কৌশল নিয়েছেন দক্ষিণ কলকাতার চারু মার্কেটের এক মাছ ব্যবসায়ী। ঘোষণা করেছেন, ইলিশ কিনলে পেঁয়াজ ফ্রি। ব্যস, এতেই কাজ হয়েছে। ১ হাজার ৩০০ টাকার ইলিশের বিক্রিও বেড়ে গেছে।
পেঁয়াজের দাম বাড়তে দেখেই বাজারের আশপাশে কিছু বিজ্ঞাপন সেঁটেছিলেন বাবু বর নামের ওই মাছ ব্যবসায়ী। নিজের দোকানের সামনে লিখে রেখেছেন বিনা মূল্যের পেঁয়াজের কথা। তাঁর অফার হচ্ছে—একটি পদ্মার ইলিশ কিনলে এক কেজি পেঁয়াজ ফ্রি।
বাবু বলেন, আগে দিনে দু-চারটি ইলিশ বিক্রি হতো। পোস্টার ও বোর্ড লাগানোর ফলে বিক্রি বেড়েছে। তিনি আশা করছেন, যত দিন পেঁয়াজের দাম এক শ টাকা বা তার ওপরে থাকলে মাছ বিক্রি বাড়বে। মাছের চেয়ে পেঁয়াজের টানেই ক্রেতা আসছেন তাঁর দোকানে।
প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে এখন দিনে ১৫টি ইলিশ বিক্রি করতে কোনো অসুবিধা হচ্ছে না। গত তিন দিনে ৪০টির বেশি ইলিশ বিক্রি হয়েছে। আগে সেটা ছিল অসম্ভব ব্যাপার।
বাবু বলেন, বাবার হাত ধরেই মাছ ব্যবসায় এসেছি। কিছুদিন ধরেই দেখছি, পেঁয়াজের দাম নিয়ে হইচই চলেছে। এ সুযোগটাকে কাজে লাগাতে বিজ্ঞাপন দিয়েছি। রোববারের পর থেকে তিনি ভালোই সাড়া পাচ্ছেন। পেঁয়াজের লোভে দামি ইলিশ ক্রেতারাও এখন ছুটছেন তাঁর দোকানে।