অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- মুর্শিদাবাদ জেলায় কাশিমবাজার স্টেশন কে হেরিটেজ স্টেশন ঘোষণা করা হয়েছিল। মাননীয় সংসদ অধীর রঞ্জন চৌধুরী আজ কাশিমবাজার স্টেশনের লিফট পরিদর্শন করতে এলেন সঙ্গে ছিলেন রেল ডি আর এম শৈলেন্দ্র প্রতাপ সিং।

কাশিমবাজার স্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্ম যেতে বয়স্ক মানুষদের অনেক অসুবিধার মধ্যে পড়তে হতো ,সাংসদ তাদের কথা মাথায় রেখেই লিফট চালু করেন।

তিনি জানান পশ্চিমবঙ্গের খুব বড় স্টেশন ছাড়া কোথাও এই ব্যবস্থা নেই কাশিমবাজার সেই ব্যবস্থা করা হলো। এছাড়াও মানুষের সুবিধার জন্য রেললাইনের পাশ দিয়ে একটি রাস্তা করা হবে। নসিপুর রেল ব্রিজ চুয়াপুর ও পঞ্চানন তলা বহরমপুর পশ্চিমবঙ্গ সরকারের গাফিলতিতে বহরমপুরের জনসাধারণকে ভুগতে হচ্ছে।

তার প্রশ্ন মুখ্যমন্ত্রী কে ,পশ্চিমবঙ্গের সবকিছুই আপনার , এই ব্রিজ হলে অধীর চৌধুরী কে মানুষ ধন্যবাদ জানাবে সেটা আপনি সহ্য করতে পারছেন না।

ডি আর এম শৈলেন্দ্র প্রতাপ সিং জানালেন সবকিছু দেখে যাওয়ার পর আরো দ্রুত কাজ শেষ করার ব্যবস্থা করা হবে এছাড়াও ডিসেম্বরের কুড়ি তারিখের পর থেকে নিয়মিতভাবে চলবে লালগোলা শিয়ালদা সব ট্রেন।