অবতক খবর,২৭ মেঃ কাঁকিনাড়া রেলস্টেশনের এক নম্বর প্লাটফর্মে হকারদের দুটি দোকান আগুনে ভষ্মীভূত।শনিবার ভোররাতে কে কারা এই আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ। আর এই ঘটনায় রেল স্টেশনে থাকা আরপিএফ ওই জিআরপির বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। আর এই অভিযোগে অল ইন্ডিয়া ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়েজ হকার্স ও ভেনডরস কংগ্রেসের সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র সাউ নেতৃত্বে এই সংগঠনের উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন ও কাঁকিনাড়া জিআরপির কাছে ডেপুটেশন দেওয়া হয়।
ABTAK EXCLUSIVE