নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ১৩ই,ডিসেম্বর :: কল্যাণী :: আজ লিটিল ম্যাগাজিন শিবির পরিদর্শন করে গেলেন বিদ্যাসাগর নিজে। আজ যদিও এই শিবিরে ছিল সপ্তম পর্যায়ের কবিতা পাঠের আসর। তবে বিদ্যাসাগর নিয়ে আলোচনাটি একটি অন্য মাত্রা পায়। এদিন বিদ্যাসাগরকে সংগীতের মাধ্যমে শ্রদ্ধা জানান ফাল্গুনী চৌধুরী,সারদা রায় এবং রুণা মজুমদার।
বিদ্যাসাগর নিয়ে শ্রুতি নাটক ‘এক যে ছিল বিদ্যাসাগর’ পরিবেশন করে পথিক ব্যারাকপুর। আবৃত্তি আলেখ্য স্মরণে বরণে বিদ্যাসাগর পরিবেশন করেন সঙ্গীতা দে। আজকের বিশেষ উল্লেখযোগ্য বিষয়টি ছিল ‘বিদ্যাসাগরের মৃত্যু ও বাঙালি জীবন’ বিষয়ক আলোচনা।
বিদ্যাসাগরকে নতুন দৃষ্টিভঙ্গিতে, নতুন ভাবনায় উপস্থাপন করেন অধ্যাপক নির্মাল্য মজুমদার এবং ‘বিদ্যাসাগরের চটি’ শীর্ষক একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনান কবি তমাল সাহা। উল্লেখ্য এদিন কচিকাঁচা বয়স্ক নিয়ে মোট ৫৮ জন শিল্পী বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবাশিস রায়।