অবতক খবর,একুশে ফেব্রুয়ারিঃ এদিন এ আই আর ই সি শ্রমিক সংগঠন প্রয়াত শ্রমজীবীদের উদ্দেশ্যে স্মরণ ও শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করে। এদিন ছিল একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন ভাষা শহীদদের বেদিমূলে ও প্রয়াত শ্রমজীবীদের প্রতি উপস্থিতজনেরা প্রত্যেকেই পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানের সভাপতি শ্যামল ব্যানার্জি বলেন ,আমাদের ৬ জন কমরেড এই সময়ে প্রয়াত হয়েছেন। তাঁরা প্রত্যেকেই এই শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত ও কাঁচরাপাড়া রেল কারখানার শ্রমিক ছিলেন। অঞ্চলের শ্রমিক আন্দোলনে এঁরা প্রত্যেকেই অংশগ্রহণ করেছিলেন। এঁরা হয়তোবা তথাকথিত শ্রমিক নেতা ছিলেন না কিন্তু শ্রমজীবী মানুষের আন্দোলনে প্রতিনিয়ত অংশগ্রহণ করেছেন। তাঁদের শ্রদ্ধাজ্ঞাপন এবং স্মরণ করা আমাদের নৈতিক কর্তব্য।
শ্রমিক নেতা অসিত সরকার বলেন, আমাদের প্রতিনিয়ত মেহনতী মানুষের পক্ষে আন্দোলনে অংশগ্রহণ করাটাই হবে তাঁদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন এবং স্মরণ।
প্রয়াত শ্রমিকদের পরিবার ও নিকটজনেরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। প্রয়াত শ্রমিকরা হলেন বাবলু সরকার, প্রবীর চক্রবর্তী, তপন কুমার বসু, ললিত রায় এবং তাপস ব্যানার্জি।