সন্দেশখালি সিরিজ
তমাল সাহা

১)
পিঠে উৎসব

পিঠেপার্বণের বিশাল আয়োজন—
চলো যাই সন্দেশখালি।
এমন সুযোগ হাতছাড়া করে কেউ?
বাজাও জোরসে হাততালি।

সব পিঠেই পাবে তুমি
ভাপা পিঠে চিতই পিঠে পিঠে পাটি সাপটা
অন্ধ ভোরে শুধু ফিরতে হবে মাথায় টেনে ঘোমটা।

নারী-মন্ত্রী মহিলা-কাউন্সিলর
তারাও গেলে পাবে কি পিঠেপুলি?
পাহারা কঠিন গোপন ভীষণ দেখবে না কেউ
বন্ধ থাকে পার্টিঘরের দরজা জানালাগুলি!

২)
উলঙ্গ সন্দেশখালি

অন্ধ ভোরে আলুথালু বেশে যে ফিরেছে ঘরে
আমি তাকে দেখি আড়চোখে মাথা হেঁট ক’রে

সে কি আমার বোন মা অথবা প্রিয়তমা
বুঝিনা আমাকে দেখে সে ক্ষমা করে কী না!

ধিকি ধিকি আগুন জ্বলে বুকের গভীরে
ওরা তাদের চেটেপুটে খেলো নগ্ন শরীরে

এ ফাগুনে রক্ত ফোটে পলাশ শিমুলে
সব দেখে ক্রোধটুকু কোথায় রাখলে তুলে?