অবতক খবর,৫ মে,মালদা—এসটি, এসসি ও ওবিসিদের সংরক্ষণ ইস্যুতে রবিবার মালদহে হবিবপুর ব্লকের মালদা নালাগোলা রাজ্য সড়কের বুলবুলচন্ডী এলাকায় পথ অবরোধ।
অভিযোগ কোন এক সভা থেকে বিজেপি তরফে অমিত শাহ, বক্তব্য রাখেন সেখানে এসটি, এসসি ও ওবিসিদের বাতিল করার কথা বলেন এমনি অভিযোগ তারই প্রতিবাদ জানিয়ে এসটি, এসসি ও ওবিসিদের সংরক্ষণ দাবি জানিয়ে মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে সাময়িক বিক্ষোভ দেখালেন জনা কয়েক আদিবাসী যুবক।
খবর পেয়ে ঘটনা স্থালে ছুটে আসে হবিবপুর থানার পুলিশ পুলিশের সাথে কথাবার্তা পড়ে অবরোধকারীরা রাজ্য সড়ক থেকে পথ অবোধ তুলে দেওয়া হয়।