নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ১৮ই ডিসেম্বর :: এনআরসি এবং সিএমইএ উত্তাল সারা ভারত. অনেক অভিনেতা এই বিলের বিরোধিতা করেছেন। আবার অনেকে নিশ্চুপ রয়েছেন।
বলিউডের বিখ্যাত অভিনেতা ফারহান খান লিখেছেন সিএএ নিয়ে ফেসবুক বা টুইটারে লেখার দিন শেষ এখন মানুষকে পথে নামতে হবে।টুইটারে তিনি লিখেছেন, ”সকলের জানার প্রয়োজন আছে কেন প্রতিবাদ গুরুত্বপূর্ণ ১৯ তারিখ প্রান্তি ময়দানে মুম্বাইতে দেখা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের দিন শেষ।”
পাশাপাশি তিনি একটি ছবিও শেয়ার করেছেন যেখানে তিনি নতুন নাগরিকত্ব সংশোধনী আইনকে বিশ্লেষণ করে নিজের মতামত পোষণ করেছেন। ছবিটিতে এনআরসির উল্লেখ রয়েছে। শুধু তাই নয়, এই উল্লেখ টেনে অসমের মানুষ কতটা ভয় নিয়ে দিন কাটাচ্ছে সেই কথাও বলেছেন।