অবতক খবর,২০ মার্চ: উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিকের সামনাসামনি ধস্তাধস্তি দিনহাটা চৌপথি সংলগ্ন এলাকায়। ভোট প্রচার সেরে নিগম নগর থেকে নিশীথ প্রামানিক ফিরছিলেন সেই সময় চৌপতি সংলগ্ন দিনহাটা চৌপতি এলাকায় জমায়েত করে তৃণমূল কংগ্রেস কর্মীরা উদয়ন গুহ জন্মদিন পালন করছিল । নিশিত প্রামানিকের গাড়ির উপর হামলা চালায় বলে অভিযোগ । সেই সময় বুকের মধ্যে চলে ধস্তাধস্তি । ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উদয়ন গুহ তিনি নিশীথ প্রমাণিকের দিকে তেড়ে এলে পাল্টা নিশীথ প্রমাণিকও তার দিকে তেরে যায় । ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দিনহাটার এসডিপিও অভিযোগ তাকেও মারধর করা হয় এবং বর্তমানে তিনি আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
তৃণমূলের অভিযোগ কেন্দ্রীয় বাহিনী নিয়ে নিশীত প্রামাণিক ও বিজেপি কর্মীরা তাদের উপর হামলা চালায় ।