আমরা সবাই: ২৩ জানুয়ারি ও কবিতা পাঠ

চাকলা অঞ্চলে আমরা সবাই দীর্ঘ ৪৫ বছর ধরে আয়োজন করে চলেছে সুভাষ জয়ন্তী। দেশপ্রেমের অনন্য নায়ক নেতাজী সুভাষচন্দ্র বসু। নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে সাংস্কৃতিক আবহাওয়া মিশিয়ে দিয়েছে আমরা সবাই এই সংগঠনটি। শিশু সৃজন প্রতিভার বিকাশে তাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি সংগীত নৃত্যানুষ্ঠানের সঙ্গে এদিন যুক্ত হয়েছিল বাংলা ও হিন্দিভাষীদের কবিতা পাঠ।

এই সাংস্কৃতিক আবহ নির্মাণে দীর্ঘ ৪৫ বছর ধরে অন্যতম উদ্যোক্তা হিসেবে সামনের সারিতে চলে এসেছেন অরুণ দাস। তিনি একজন সামান্য রেল কর্মী ছিলেন। ৭৫ বছর বয়সেও তিনি নিজস্ব উদ্যোগে এই কাজটি করে চলেছেন। অঞ্চলে ইতিমধ্যে তিনি নেতাজি নামে পরিচিত হয়ে গেছেন। এই অনুষ্ঠানে কবিতা পাঠ করেছেন রাজকিশোর ভারতী, সুমিত বিশ্বাস, ডক্টর রাম আশ্রয় সাউ, গোপা ত্রিবেদী, বিমল বল, কার্তিক বাঁশফোড়, নিরঙ্কুশ মুখার্জি, বৈজনাথ কুমার, যদুনন্দন প্রসাদ, রঞ্জিত প্রসাদ এবং বক্তব্য রাখেন তমাল সাহা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুশীল শর্মা।