নেতাজি সম্পর্কে আমি অল্পস্বল্প যা জানি

আমার নেতাজি
তমাল সাহা

১) দেশছাড়া

আজ বাংলা বর্ণমালার যত বারফাট্টাই শব্দ তোমরা খুঁজে পাবে
চারিদিকে সোচ্চার ধ্বনি হবে শঙ্খরবে।

নেতাজি আমাদের জীবনের সূর্য আঁধারের চন্দ্র
উত্তরের ধ্রুবতারা
হায়! আমরা নেতাজিকে করেছি দেশছাড়া।

২) তুমি

হারানো প্রাপ্তি নিরুদ্দেশ—
দ্বিতীয় পৃষ্ঠায় এই কলমে মিডিয়ারা এতদিন কামিয়ে নিয়েছে বেশ।

তুমি হারিয়ে গিয়েছো!
তোমার খোঁজে এমন বিজ্ঞাপন এখনো দেখিনি।
তোমাকে সঠিক খোঁজেনি হারামি এই দেশ।
আমরা তো জানি তুমি হারাওনি
আমাদের হৃদয়ে জেগে আছো নির্বিশেষ!

৩) হিম্মতদার

এত বড় হিম্মতদার স্লোগান কে দিতে পারে
তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো
এখন ফিকিরবাজ নেতারা স্লোগান দেয়
আমাকে ভোট দাও, লুটেপুটে খাবো

৪) রেকর্ড

পৃথিবীর ইতিহাসে একটিই জন্মদিন
যার কোন মৃত্যুদিন নেই।
এই মহান রেকর্ড
ভাঙতে পারবে না কেউ কোনোদিন।
আমাদের চির গর্বের তুমি সেই-ই!

৫) মানুষ

আকাশে উড়ে যায় উজ্জ্বল ফানুস
শেষ পর্যন্ত কোথাও সে নিষ্প্রভ আছড়ে পড়ে
মাটিতে আমার সামনে একটি মানুষ
দাঁড়িয়ে থাকে মাথা উঁচু করে

৬) শেখা

অন্তরীণ সাবমেরিন ফৌজ—
শব্দ তিনটি সম্বন্ধে আমি যা জানি
তা তোমার পলায়নের পর।
ভাবি, দেশের জন্য ছদ্মবেশে এভাবে
পালিয়ে যাওয়া যায় ছেড়ে নিজের ঘর!

৭) সুভাষিত

রেডিও বার্লিনঃ আমি সুভাষ বলছি…
তুমিই তো বলবে,
তোমার নাম তো সুভাষ!
বিশ্বে তুমিই একজন বীর
লিখে গেছ দেশপ্রেমের অতুলনীয় ইতিহাস।

৮) হাসি

মাথায় বিশাল সূর্যের লাল টিপ
উজ্জ্বল নীল আকাশ।
মাটিতে দাঁড়িয়ে হাসতে থাকে আমাদের সুভাষ।