অবতক খবর,৮ ডিসেম্বরঃ আবারও কয়লা পাচার রুখলো বীরভূম জেলা পুলিশ। বীরভূম জেলা পুলিশ কয়লা পাচার রুখতে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে। তাই আবারও কয়লা পাচার রুখলো দুবরাজপুর ব্লকের অন্তর্গত সদাইপুর থানার পুলিশ।
গতকাল সন্ধ্যায় সদাইপুর থানার অন্তর্গত জামথলিয়া গ্রাম থেকে বেরিয়ে একটি নির্জন রাস্তায় ছয়টি অবৈধ কয়লা বোঝাই মোটর বাইক আটক করে সদাইপুর থানার পুলিশ। প্রতিটি মোটর বাইকে ৫ কুইন্টাল করে মোট ৩০ কুইন্টালের মতো কয়লা মজুত ছিল। মোটর বাইক সহ কয়লা গুলো বাজেয়াপ্ত করা হয়। যদিও বা পুলিশকে দেখে চম্পট দেয় কয়লা পাচারকারীরা।