অবতক খবর,২৯ নভেম্বর : বাঁশবেড়িয়া (ডানলপ) থেকে হিঙ্গলগঞ্জ ফেরি ঘাটের শুভ উদ্বোধন হলো আজ। মুখ্যমন্ত্রী আজ ভার্চুয়ালি যেই ৯ টি জেটির শুভ উদ্বোধন করেছেন তার মধ্যে বাঁশবেড়িয়া ফেরিঘাট অন্যতম।এদিন জেটি উদ্বোধনের অনুষ্ঠানে হুগলির জেলা শাসক পি দীপাপ প্রিয়া, শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যান ব্যানার্জি, সপ্ত গ্রাম বিধানসভার বিধায়ক তপন দাসগুপ্ত সহ আরো অনেকে উপস্থিতি ছিলেন। তবে বাঁশবেড়িয়া পৌরসভার পৌর প্রধান বলেন আগামী তিন দিনের মধ্যে ফেরি সার্ভিস চালু হয়ে যাবে, শুরু হবে লঞ্চ চলাচল। তবে ফেরি সার্ভিস চালু হতে খানিক সময় লাগবে কারণ ওপারে এখনো বেশ কিছু কাজ বাকি আছে। এবিষয়ে পরিবহন মন্ত্রী জানিয়েছেন, তিন দিনের মধ্যে ফেরি সার্ভিস চালু হয়ে যাবে। তবে এখন আপাতত সাধারন মানুষের পাশাপাশি সাইকেল ও মোটর বাইক পারাপার করা যাবে।
ABTAK EXCLUSIVE