হক জাফর ইমাম :: অবতক খবর :: ১২ নভেম্বর :: মালদহ :: অবৈধভাবে লোটো চালানোর অভিযোগে ধৃত ৬ জন। সোমবার অবৈধভাবে চলা লোটোর ঠেকে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এই দিন সকালে কোরিয়ালি বাজার, মশালদা বাজার থেকে মালদা জেলা ডিস্ট্রিক্ট এনফর্সমেন্ট ব্রাঞ্চ এবং হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের যৌথ উদ্যোগে ওই অভিযান চালানো হয়, উদ্ধার হয়েছে ৭ হাজার টাকা।
হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান ধৃতদের নাম পবিত্র সরকার(৩১), রাহিম আলী(২৩), সাদিকুল ইসলাম(৩৩), রাকিবুল আলম(১৮), মোঃ আমানত আলী(৩২), সাদ্দাম হোসেন(২৭) এই ৬ জন যুবককে মঙ্গলবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে।