অবতক খবর : ভাটপাড়া পৌরসভার অস্থায়ী কর্মচারীদের দীর্ঘ চার মাসের বকেয়া বেতনের দাবিতে আজ তারা কর্মবিরতির ডাক দেয়। জানা যায়, তারা কর্মবিরতি পালনের সময় বিজেপির আশ্রিত গুন্ডা বি.কে সিং, যে কিনা নিজেকে পৌরপ্রধানের ভাইপো বলে জাহির করে, সে সানি সিং, সুরেন্দ্র সাউ সহ দেড়শ জনের দলবল নিয়ে আন্দোলনরত শ্রমিক নেতা প্রনয় দত্তের উপর চড়াও হয়। তারা প্রণয় দত্তকে মাটিতে ফেলে বেধড়ক পেটাই করে এবং তার জামা কাপড় ছিঁড়ে দেয় বলে তিনি অভিযোগ করেছেন। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় জগদ্দল থানায় প্রনয় দত্ত এফআইআর করতে চাইলে থানায় কর্মরত অফিসার এফআইআর নিতে অস্বীকার করে। এ বিষয়ে ভাটপাড়া ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় জগদ্দল থানার অফিসার ইনচার্জের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তিনি নাকি বিজেপির ধামাধরা। যার কারণে বি.কে সিং-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে অস্বীকার করেছেন। কিন্তু জানা গেছে, পরে চাপে পড়ে পুলিশ এফআইআর নিতে বাধ্য হয়। বি.কে সিং,সানি সাউ,সুরেন্দ্র সাউ এদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রনয় দত্ত। এ ব্যাপারে ভাটপাড়ার পৌরসভার পৌরপ্রধানকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। কিন্তু এখনো পর্যন্ত কোন গ্রেপ্তারী হয়নি। অবিলম্বে আক্রমণকারীদের গ্রেপ্তার না করা হলে আন্দোলনকারীরা ভবিষ্যতে বড় আন্দোলন করবে বলে জানিয়েছেন।