নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ১৮ই ডিসেম্বর :: মুম্বাই ::বলিউডের নায়কদের প্রথম সারিতেই পড়েন আয়ুষ্মান খুরানা। তার অভিনীত ছবিগুলো একটু অন্যরকম।
হিরো হিরোইন প্রেম বিদেশি এগিয়ে নাচ-গানের থেকে বেরিয়ে পড়ে কাজএগিয়ে নাচ-গানের থেকে বেরিয়ে পড়ে ভালো বিষয়বস্তু নিয়ে কাজ করতে ভালোবাসেন তিনি। ক্যারিয়ারের প্রথমদিকে সঞ্চালনার কাজ করতে তিনি।
2012 সালে বিকি ডোনার ছবির মাধ্যমে বলিউডে এন্ট্রি করেন আয়ুষ্মান। প্রথম ছবিতেই সাফল্য। তার অভিনীত প্রত্যেকটি ছবি বলিউডে কিছু না কিছু বার্তা দিয়েছে। তথাকথিত নায়কের চরিত্রের বাইরে অন্যরকম নায়ক কে চিনতে শিখিয়েছেন তিনি।
”শুভ মঙ্গল সাবধান”, ” আর্টিকেল ফিফটিন ”,”বালা”, ” ড্রিম গার্ল ” ,”অন্ধ ধুন ”প্রতিটি ছবি সুপার সে উপার।এবার তাকে দেখা যাবে গুপ্তচরের ভূমিকায় একজন সত্তিকারের গুপ্তচরের জীবন থেকে অনুপ্রাণিত এই ছবি নির্মাণ করবেন পরিচালক অনুভব সিনহা।