অবতক খবর,২৬ এপ্রিলঃ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের মালঞ্চয় একটি বেসরকারি আবাসনে জেলা বিজেপির মোর্চা সমূহের বৈঠকে উপস্থিত হলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ, বৈঠক শেষে তিনি বলেন, সমস্ত কার্যকর্তারা একসঙ্গে লড়বে পঞ্চায়েত জেতাবে। নিজের এলাকায় উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের জন্য পঞ্চায়েতের পরিবর্তন দরকার। আমরাও বুঝি সাধারণ মানুষও বোঝে তাই লড়াই করে পঞ্চায়েত জিততে হবে।
তৃণমূলের পক্ষ থেকে হুমকির বন্যা বয়ে চলেছে। মালদার জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি বলেছেন বিরোধীদের সমাজ চ্যুত করতে হবে।
ওরা যত সমাজ থেকে সরে যাচ্ছে এই ধরনের কথাবার্তা বলছে। বিভিন্ন নেতা টেনশনে পড়ে বিভিন্ন কথা বলেছে। কারো সিবিআই এর ভয়,কারো ইডির ভয়, কারো বিজেপির ভয়। পঞ্চায়েত আসুক দেখা যাবে কে বিচ্ছিন্ন হয়।
বাঁকুড়ার ইন্দাসের তৃণমূলের ব্লক সভাপতি বলেছেন আগামী ২৮ তারিখে যদি শুভেন্দুর সভায় কেউ যায় সবাই খাতা পেন নিয়ে নোট করুন সবাই তো সরকারি প্রকল্প সুবিধা পায়। এবার ওটা আমরা দেখে নেব।
শুভেন্দু রোজ সভা করছে। কি করতে পেরেছে। এইসব ফালতু কথা বলে কোন লাভ নেই। বুঝে গেছে ওরা জিততে পারবে না।