অবতক খবর,৩ নভেম্বরঃ গতকালের পর আজ ফের ইডি দফ্তরে এলেন মানিক ভট্টাচাৰ্য ঘনিষ্ঠ তাপস মন্ডল। গতকাল তাকে প্রায় এগারো ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
ইডি দফ্তরে ঢোকার সময় তিনি জানান,গতকাল আরো দু ঘন্টা থাকতে বলেছিলেন কিন্তু যেহেতু আমার শরীর খারাপ সেই কারণে আমি বলেছিলাম কালকে আসব। হিসেব কাল যা দেওয়ার দিয়েছি। এই টাকা আমাদের অফলাইনের লেট ফাইন। লেট ফাইন হিসেবে বোর্ডে দিয়েছিলাম এটা মানিকবাবু বলতে পারবেন কি হয়েছে না হয়েছে। সেই টাকার পরিমাণ কুড়ি কোটি ৭৩ লক্ষ টাকার মত। এই টাকা সরাসরি বোর্ডে যেত আমার অফিস থেকেই বোর্ডের ডিসপারস তো এই টাকা। ইলিগ্যল ফি না ৩০০ টাকা অনলাইন ফি যেটা পরে অফ লাইন হয়েছে তার সাথে চার হাজার সাতশো টাকা যোগ হয়েছে।বেআইনি কি করে তবে কি করে আইনি হলো। এটা আইন ই করেছে বোর্ড কারণ এতগুলো ছাত্র ছাত্রী আমাদের এতো গুলো কলেজের সমস্যার সমাধান তো হয়েছে। এটা আইনি কি বেআইনি আমি বলতে পারবো না। পর্ষদের সভাপতি উনি তোর স্বাভাবিকভাবেই উনিতো ডিসিশন নিয়েছেন। যারা অফলাইনে কলেজগুলোতে ভর্তি হয়েছিল যেহেতু তারা ডিউ টাইমে তারা ফরম ফিলাপ করতে পারেনি তাদের ওটা অনলাইন করে দেওয়া হয়েছে। নিয়ম কি অনিয়ম হয়েছে সেটা বোর্ড বলবে। আমাদের সমস্যা ছিল আমরা সমস্যা তুলে ধরেছিসমাধান হয়েছে ব্যাস।মানিক বাবু টাকা নিয়েছেন কি মানিকবাবু লোক পাঠিয়েছেন আমরা ভোটকে টাকা পাঠিয়েছি। কোন চাপ ছিল না।