অবতক খবর,১২ মার্চঃ কিডনির অসুখ আমাদের দেশে একটা মহামারী আকার নিয়েছে ৮ কোটির উপর মানুষ কিডনির অসুখে ভুগছেন। সেই অবস্থা দাঁড়িয়েছে ভয়াবহ পরিস্থিতি আসতে যাচ্ছে আমাদের সতর্ক হওয়া উচিত।

চিকিৎসক হিসাবে আমার কর্তব্য সব মানুষকে সচেতন করে দেওয়া আরলি টেস্ট করুন আর এই অবস্থায় বুঝে নিন আপনার কিডনি সুস্থ আছে কিনা

যাদের ডাইবেটিস আছে তাদের সুগার কন্ট্রোলে রাখা উচিত যাদের প্রেসার আছে প্রেশার কন্ট্রোলে রাখুন ওষুধের দোকান থেকে যখন তখন পেন ক্লিয়ার বা অ্যান্টিবায়োটিক কিনে খাবেন না

হোমমেড ফুড খান নুন কম খান পরিমিত জল খান কিডনি কে সুস্থ রাখুন

সাধারণ মানুষ যেন টেস্টটা করতে পারে সেই জন্য নেফ্রো কেয়ার ইন্ডিয়া থেকে আমরা খুব নূন্যতম খরচায় একটা সিগারেটের প্যাকেটের দামে টোটাল কিডনি ফাংশন চেক করার ব্যবস্থা করে দিয়েছি অনলি ৪৯৯ এ সমস্ত টেস্টের ব্যবস্থা করে দিয়েছি

জানালেন ডক্টর প্রতিম সেনগুপ্ত