অবতক খবর,১৪ ফেব্রুয়ারী :  আজ ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এই ১৪ই ফেব্রুয়ারি দিনটি সব সম্পর্কের ও সব বয়সীদের মনে দোলা দিয়ে যায়। এই ভালোবাসার দিনে প্রেমিক-প্রেমিকার মধ্যে গোলাপ বিনিময় হয়। এবার প্রেমিক-প্রেমিকার হাতে গোলাপের যেমন কাটা তেমনি দামের কাটাও লাগছে। Valentine’s Day-র কিছুদিন আগেও খোলা বাজারে প্রতি পিস গোলাপ বিক্রি হয়েছে দু টাকা থেকে দশ টাকা হিসেবে।

কিন্তু এবার বাজারে নানান রঙের গোলাপ প্রিয়জনদের দেওয়ার জন্য ফুল চাষীরা জোগান দিয়েছে। এই খোলা বাজারে ব্যাঙ্গালোর গোলাপ ৫০ টাকা প্রতি পিস আর গোলাপ ১০ টাকা। সুতরাং ভ্যালেন্টাইনস ডে-তে গোলাপ বিনিময়ের জন্য পকেট থেকে আপনাকে খসাতে হবে বেশ কিছু অর্থ। গতবার এই ব্যাঙ্গালোর গোলাপের একটির দাম ছিল ৩০ থেকে ৪০ টাকা। এবার সেই গোলাপ দাম প্রতি পিস ৫০ টাকা। তবুও ভালোবাসার দিনে গোলাপ হাতছাড়া করতে চায় না প্রেমিক প্রেমিকারা।