অবতক খবর, কলকাতা : বেতন বৈষম্যের প্রতিকার চেয়ে TGT স্কেলের দাবি নিয়ে BGTA কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্ট গত ২২শে জুলাই, ২০১৯ এক রায়ে রাজ্যের ৬ষ্ঠ পে কমিশনকে নির্দেশ দিয়েছেন এই বেতন বৈষম্য দূর করতে।

পে কমিশন হাইকোর্টের নির্দেশ অমান্য করে ওই বিষয়ে কোনো সুপারিশ ছাড়াই রিপোর্ট জমা দেয় এবং সেইমত রোপা 2019 চালু করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে আদালত অবমাননার মামলা করা হয়েছে।

আদালত পে কমিশনকে নির্দেশ দেয় গত ৫ই ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট জমা না দিলে রাজ্য সরকার ১১ই ফেব্রুয়ারি মেম্বার সেক্রেটারি, পে কমিশনকে আদালতে উপস্থিত হতে হবে। তার পরিপ্রেক্ষিতে সরকার ডিভিশন বেঞ্চ এ আপীল করেছেন।