SSKM হাসপাতালে গেলেন ইডির একটি বিশেষ টিম

অবতক খবর,২৬ অক্টোবর: SSKM হাসপাতালে গেলেন ইডির একটি বিশেষ টিম। শুধু রেশন দুর্নীতি নয় শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র কেমন আছেন, তা জানতে এবার সরাসরি এসএসকেএম হাসপাতালে গেলেন ইডির টিম। গত ২৩ শে সেপ্টেম্বর থেকে এসএসকেএম হাসপাতালের কার্ডিয়লজি বিভাগে ভর্তি রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। আজ এসএসকেএম হাসপাতালে এসে প্রথমে প্রশাসনিক ভবনে যান ইডি আধিকারিকরা। সুজয় কৃষ্ণ ভদ্র কেমন আছেন, তার শারীরিক অবস্থা কেমন রয়েছে, আর কতদিন তাকে হাসপাতালে থাকতে হবে – বিভিন্ন বিষয় খোঁজ নিতে এবার sskm হাসপাতালে গেলেন ইডির টিম।।