অবতক খবর,২৫ নভেম্বর: শিলিগুড়িতে আজ DYFI ডাবগ্রাম দক্ষিণ লোকাল কমিটির পক্ষ থেকে শিলিগুড়ি ৩৭ নং ওয়াইড ঘোগমালি বাজারে সামনে সন্ধা ৬ থেকে বিক্ষোভ করা হয়। লোকাল কমিটির সম্পাদক গোপাল পাল জানান , “গতকাল SSC নিয়োগে লাগামহীন দুর্নীতি হচ্ছে তার প্রতিবাদে রাজ্য জুড়ে আমাদের ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে SSC দপ্তরে শান্তিপূর্ণ ভাবে মিছিল করছিলো হঠাৎ করে সেই মিছিলে রাজ্যসরকারের মেরুদণ্ড হিন পুলিশ ছাএ যুবদের উপর লাঠিচার্জ করে রাজ্য নেতৃত্ব সহ প্রায় ১০০ জন ছাএ যুব কমরেডকে গ্রেপ্তার করেছিলেন কিন্তুু পরবর্তী সময়ে তাদের ছেড়ে দেওয়া হয়। তাদের মধ্যে একজন কমরেডের আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি আছে। আজ আমরা এই বিক্ষোভ কর্মসূচী l

” আমরা প্রতিবাদ করছি অবিলম্বে SSC তে স্বচ্ছ নিয়োগ করতে হবে , SSC নিয়ে কোনো তোলাবাজি আমরা মানবো না l রাজ্য সরকার পুলিশ দিয়ে ছাত্র যুবদের যে ভাবে লাঠিচার্জ করছে তা বন্ধ করতে হবে l SSC তে নিয়োগের নামে সমস্ত রকম তোলাবাজি বন্ধ করতে হবে।”

গোপাল পাল আরো জানান ,” আমাদের দাবি না মানা হলে আমরা আগামী দিনেও বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবো।” আজকের এই বিক্ষোভ কর্মসুচিতে উপস্থিত ছিলেন DYFI ডাবগ্রাম লোকাল কমিটির সম্পাদক গোপাল পাল , লোকাল সভাপতি কৃষ্ণ চন্দ রায় , সহ যুব নেতা শঙ্কর সাহা ,বিপ্লব দও , মনোরঞ্জন সরকার ও অন্যান্য লোকাল কমিটির সদস্য।