অবতক খবর, সংবাদদাতা, শিলিগুড়ি :: আগামীকাল দেশজুড়ে বনধ্ এর সমর্থনে আজ এস ইউ সি আই আজ প্রতিবাদ মিছিল বের করল শিলিগুড়ির কোর্ট মোড় থেকে NRC,CAB রেলের বেসরকারীকরন,বেকারদের চাকরীর দাবী,নারীদের নিরাপত্তার দাবীতে গত সাতাশে ডিসেম্বর বনধ্ এর ঘোষনা করেছিলো এস ইউ সি আই,বনধ্ এর সমর্থনে গোটা শিলিগুড়ি জুড়ে লিফলেট বিলিও করে তারা আজ দুপুর সাড়ে বারোটায় শিলিগুড়ির কৌর্ট মোড় থেকে এস ইউ সি আই মিছিল বের করে,শেষ করে এয়ারভিউ মোড়ে।