Aabtak Khabar,27 May: মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পলসনডা সংলগ্ন পমিয়া এলাকায় জাতীয় সড়ক ১২-তে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, এক বাইক আরোহী পলসন্ডা থেকে বহরমপুরের দিকে যাচ্ছিলেন, সেই সময় হঠাৎ একটি গরুর বাচ্চা রাস্তা পার হতে গেলে বাইকটির সঙ্গে সংঘর্ষ ঘটে।

ধাক্কার ফলে বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ এবং টোল প্লাজার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠান।

ঘটনার পর জাতীয় সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ইতিমধ্যে পুরো বিষয়টি খতিয়ে দেখছে নবগ্রাম থানার পুলিশ