অবতক খবর,২৮ অক্টোবর: বাবর আজমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম ভারতকে হারিয়েছেন পাকিস্তানের মাঠের লড়াই নিয়ে আবেগ রয়েছে, তর্ক বিতর্ক রয়েছে। কিন্তু ইমরান খানের মন্ত্রিসভার সদস্য শেখ রশিদ আহমেদ খান যা মন্তব্য করেছেন তাতে অবাকও হতবাক নেটিজেনরা।

পাকিস্তানের অন্তর্দেশীয় বিষয়ে দপ্তরের মন্ত্রী শেখ রশিদ আহমেদ ভারত পাকিস্তান ম্যাচ চলাকালীন এই মন্তব্য করে বিতর্ক জানিয়েছেন তিনি। রবিবার দুবাইয়ে ইতিহাস লিখেছে পাকিস্তান, ICC T20 World Cup 2021, স্বাভাবিকভাবে ভারতকে ১০ উইকেটে হারিয়েছে তাই নয়, তারা ভারতকে ১৫১ রান তাড়া করতে নেমে ১৩ বল বাকি থাকাকালীন প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান। 2 পাক ওপেনার ব্যাটসম্যান ম্যাচ জিতিয়ে দেন ক্যাপ্টেন বাবর আজম।
বাবর আজম ৫২ বলে ৬৮ রান ও রিজওয়ানা ৫৫ বলে ৭৯ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতে ইতিহাস লেখেন মরু দেশে।

পাকিস্তানের এই জয় নিয়ে মন্তব্য করেছেন এবং বিতর্ক বাড়িয়েছেন শেখ রশিদ আহমেদ। পাক আন্তঃদেশীয় বিষয়ক দপ্তরের মন্ত্রী জানান, পাকিস্তানের জয় আসলে ইসলামের জিত।
তার এই মন্তব্যে কড়া সমালোচনা করেছেন নেটিজেনরা, কারা তীব্র নিন্দা করেছে সোশ্যাল মিডিয়ায় এবং ঝড় তুলে দিয়েছেন।
প্রতিবার ভারত পাকিস্তান ম্যাচের আগে থেকেই দুই দেশের প্রাক্তনরা মজা ছলে বাকযুদ্ধে মাতেন এবারও তার ব্যতিক্রম হয়নি। পাকিস্তান ভারতকে হারানোর পর প্রাক্তন প্রাক্তন আমির সোশ্যাল মিডিয়ায় বাউন্সার দিলেন ভাজ্জিকে। সোমবার আমির টুইটার হরভজন সিংকে ট্র্যাক করে লেখেন, সবাইকে হ্যালো। একটা “জিনিস জানাবার ছিল। হরভজন সিং পাজি, টিভি ভাঙেনি তো।” এদিনের এটা ক্রিকেট প্রতিবারই ভারত-পাকিস্তান ম্যাচের আগে থেকেই দুই দেশের প্রাক্তন প্লেয়াররা মজার ছলে বাক যুদ্ধে মাতেন।
তাই এবারও তার ব্যতিক্রম হয়নি।