অবতক খবর, কুলপি :: অবতক খবর খবর জেরে আবারো কুলপি বিধায়ক যোগ রঞ্জন হালদারের কোপে পড়ে বদলি হলেন কুলপি ওসি তরুণ রায় । সুন্দরবন ট্রাফিক পুলিশ ওসি হিসেবে তিনি যোগ দিচ্ছেন। কুলপি থানার ওসি বদলী ঘটনায় রাজনৈতিক মহলের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেস ছাড়াও কংগ্রেস সিপিএম বিজেপি সবাই এই ওসি বদলী ঘটনায় খুশির হাওয়া ।

সূত্রের খবর, রবিবার বিকালে কুলপি থানা তে শান্তি বৈঠক ডেকে চরম অসস্তির মধ্যে পড়ে যান কুলপি থানার আধিকারিক। বিশেষ করে অভিযোগ ছিল, কুলপি থানা এলাকায় ১১৭নম্বর জাতীয় সড়কে পূর্ত দপ্তরে জায়গা দখল করে বেআইনিভাবে ঘর তৈরি নির্মাণ । যেখানে পুলিশের ভূমিকা ছিল অগ্রগণ্য । সার্বিকভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে ব্লক তৃণমূল যুব সভাপতি তারকনাথ প্রামানিক দাবি করেছেন।

তিনি দাবি করেছেন, শাসকদল তৃণমূল কংগ্রেসের অনেকটা ক্ষতি করেছেন কুলপি আধিকারিক। কুল্পি ব্লক তৃণমূল কংগ্রেসের সনাতন সরদার দাবি করেন, ১১৭নম্বর জাতীয় সড়কের পাশে পূর্ত দপ্তরের জায়গা দখল করে ঘর তৈরীর ক্ষেত্রে পুলিশ পুরো নীরব ভূমিকা পালন করেছিল। এই নীরবতার পিছনে অন্য কারণও রয়েছে। কুলপি বিধায়ক রবিবারের বৈঠকে জানতে চেয়ে ছিলেন, নিশ্চিন্তপুর এলাকায় বিজয় প্রামাণিক মিডলম্যান হিসেবে পূর্ত দপ্তরের জায়গায় ঘর তৈরি করার ক্ষেত্রে ভূমিকা নেবে কেন। ওই বিজয় প্রামাণিক কে কুলপি থানা স্টাফ । তার কোনো সদুত্তর দিতে পারেনি কুলপি থানার আধিকারিক।

সাংবাদিক বৈঠক করে কুলপি বিধায়ক সমস্ত ঘটনা খুলে বলেন। রবিবার অবতক খবর সেই খবর পূর্ণাঙ্গভাবে রিপোর্ট করে। পুলিশ মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপরই বদলি ।