অবতক খবর,৯ জানুয়ারি: DYFI চোপড়া দক্ষিণ লোকাল কমিটির ৩ তম সম্মেলন অনুষ্ঠিত হলো বুধবার । চোপড়ার দাসপাড়া মার্কেটিং সেটে অনুষ্ঠিত হয় সম্মেলনটি । উপস্থিত ছিলেন সংগঠনের উত্তর দিনাজপুর জেলা সভাপতি সামি খান, CPIM নেতা বিদুৎ তরফদার, সিটু নেতা দবিরুল ইসলাম, কৃষকসভা নেতা নজরুল ইসলাম প্রমুখ । সংগঠন সূত্রে জানা গিয়েছে, চোপড়া ব্লকের দক্ষিণ প্রান্তের চারটি অঞ্চলের মোট ১৩০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন এই সম্মেলনে ।

সম্মেলন শেষে ৩১ জনের নতুন লোকাল কমিটি গঠন করা হয় । সম্পাদক ও সভাপতি পদে নতুন মুখ নিয়ে আসা হয়েছে । সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে নুর জামাল ওরফে বাবুল কে , সভাপতি লতিফুর রহমান নির্বাচিত হয়েছেন । জেলা সভাপতি জানিয়েছেন , সংগঠনকে মজবুত করতে জেলা জুড়ে শুরু হয়েছে সংগঠন গোছানোর কাজ । ব্লকে ব্লকে লোকাল সম্মেলন গুলি শেষ হলে জেলা সম্মেলন হবে । সম্মেলন শেষে এদিন দাসপাড়া বাজারে সিপিআইএম এর জেলা সম্মেলনকে সামনে রেখে একটি প্রচার মিছিল করা হয় ।