অবতক খবর,২৮ মার্চ : CITU পরিবহন শিল্প ও শ্রমিদের উপরে কেন্দ্র ও রাজ্য সরকারের পরিকল্পিত আক্রমণ রুখতে কোচবিহার থেকে কলকাতা রাজ্যব্যাপী পরিবহন জাঠা কর্মসূচি। মূলত রাস্তায় চলতে গিয়ে পরিবহন গাড়ি যে ভাবে আক্রান্ত হচ্ছে তারই প্রতিবাদে এই জ্যাঠা মিছিল।

অপরদিকে ১৪ দফা দাবি নিয়ে দিল্লির উদ্দেশ্যে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৮ ও ২৯ তারিখ সারা রাজ্যব্যাপী এই কর্মসূচির চলবে বলে জানালেন CITU নেতৃত্বরা। অপরদিকে রাজ্য সরকার যেভাবে দুর্নীতি করছে কেন্দ্র যেভাবে জিনিসপত্রের দাম বৃদ্ধি করে চলেছে তারই প্রতিবাদ জানাতে দিল্লি অভিযান করবেন তারা। মঙ্গলবার সকালে নিউ ফরাক্কা ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে মিছিল করে বাস স্ট্যান্ড পর্যন্ত আসে ওবাস স্ট্যান্ড থেকে ট্যবলো করে বহরমপুরের উদ্দেশ্যে রওনা দেয় এই জ্যাঠা মিছিল।