CAA নিয়ে পিছু হঠবো নাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

অবতক খবর, উত্তর প্রদেশঃ  পশ্চিমবঙ্গ সহ সার দেশ জুড়ে CAA, NRC, NPR বিরোধী আন্দোলনে উত্তাল । দিল্লী বিধানসভা শাহিনবাগে CAA, NRC, NPR বিরোধী আন্দোলন ভোট লড়াইতে এক ভিন্ন মাত্রা যোগ করেছিল। বিজেপির তাবড় নেতারা শাহিনবাগের আন্দোলনকে কটাক্ষ ছুঁড়ে দিয়ে আক্রমণ শানিয়ে তুলেছিলেন । এরপরেও দিল্লী বিধানসভা ভোটে আম আদমি পার্টির ঝাটুর ঝড়ে উড়ে গিয়েছে বিজেপি। কিন্তু গেরুয়া শিবির তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি CAA নিয়ে পিছু হঠতে নারাজ।

সোমবার বারাণসীতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন, ‘CAA এবং জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের সিদ্ধান্ত থেকে পিছনে সরে আসার কোন প্রশ্নই নেই ।’ বারাণসীর জনসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদি বলেছেন, ‘ দেশের স্বার্থে CAA কার্যকর করা এবং  জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের সিদ্ধান্ত জরুরি ছিল। আমাদের উপরেও প্রচণ্ড চাপ ছিল। কিন্তু আমরা চাপের কাছে নতিস্বীকার করিনি, করবও না।’ তবে মোদি জনসভায় উন্নয়নের প্রশ্নে কোন খামতি রাখতে নারাজ ।