অবতক খবর,১১ ডিসেম্বর: BSF ও মুর্শিদাবাদ জেলা গঙ্গা কমিটির যৌথ উদ্যোগে ফারাক্কা ব্যারেজ সংলগ্ন গান্ধী ঘাটে গঙ্গা দূষণ প্রতিরোধে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ফারাক্কায় নমামি গাঙ্গের শুভ সূচনা করা হল।

মূলতঃ গত নয় তারিখ বিএসএফের একটি মহিলা টিম নৌযাত্রার মাধ্যমে উত্তরাখণ্ড থেকে যাত্রা করে ফারাক্কায় পৌচায়।আজ সেই দলটি গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেন। তাদের যাত্রার এই সন্ধিক্ষণে তাদের সম্মান জানাতেই এই অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের উপস্থিত থাকার কথা ছিল কিন্তু অনিবার্য কারণবশত তিনি উপস্থিত থাকতে পারেননি। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর এসডিও ফারাক্কার ভিডিও ও বিএসএফের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ।