AIDSO রাজ্য কমিটির মেডিকেল ইউনিটের তরফ থেকে স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার

অবতক খবর,১৪ মেঃ AIDSO রাজ্য কমিটির মেডিকেল ইউনিটের তরফ থেকে স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার। পুলিশ এর সাথে ধস্তাধস্তি।

আন্দোলন কারীদের দাবী, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন ডিপ্লোমা ডাক্তারি এবং ১৫ দিনের নার্স তৈরি করে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলিকে পরিচালনা করবেন। এর মাধ্যমে গ্রামীন গ্রামীণ জনসাধারণকে দ্বিতীয় শ্রেণীর নাগরীকে পরিণত করার চেষ্টা হচ্ছেনা। এই সিদ্ধান্ত অবৈজ্ঞানিক বলে দাবি তোলেন আন্দোলনকারীরা।মেডিকেল শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস করা চলবে না। সমস্ত শূন্য পদে চিকিৎসক ও নার্স নিয়োগ করতে হবে। এই দাবি নিয়ে আন্দোলনকারীরা মিছিল করে স্বাস্থ্য ভবনের সামনে আসে সেখানে আগের থেকে উপস্থিত ছিল বিধান নগরের বিশাল পুলিশ বাহিনী। স্বাস্থ্য ভবনের বাইরে রাস্তায় মিছিল আটকে দিলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি বেধে যায়। এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের গেটের বাইরে রাস্তার পাশেই আন্দোলনকারীরা বিক্ষোভ দেখাচ্ছে। পরবর্তী সময়ে পুলিশের তরফ থেকে আন্দোলনকারীদের চারজনকে স্বাস্থ্য ভবনের ভিতরে প্রবেশ করতে দেয়া হয়। চারজনের প্রতিনিধির দল স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে তাদের ডেপুটেশন জমা দেবেন।