অবতক খবর,২৩ এপ্রিল: গীতা মন্ডলের মৃত্যু নিয়ে করোনা সন্দেহ করা হয়েছিল। কিন্তু আইসিএমআর থেকে যে রিপোর্ট পাঠানো হয়েছে তাতে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে গীতা মন্ডলের করোনা রিপোর্ট নেগেটিভ হয়েছে। অর্থাৎ তাঁর করোনা ছিল না ।শুধু গীতা মন্ডল নয় তার সঙ্গে কল্যাণী জেএনএম হাসপাতাল আরও দুজনের নমুনা পাঠিয়েছিল,সেটার রিপোর্টও নেগেটিভ এসেছে । তারা দুজন হলেন তারাপদ মজুমদার ও লিলি নন্দি। আজকে আইসিএমআর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী তিনজনের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে অর্থাৎ করোনার লক্ষণ এদের শরীরে পাওয়া যায়নি।

কল্যাণী মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডাঃ অভিজিৎ মুখার্জী জানান, গত ২১ তারিখে এদের স্যাম্পল টেস্টের জন্য পাঠানো হয়েছিল।সেটি ২২ তারিখের টেস্টিং হয়। আর সেই রিপোর্ট আজকে হাতে এসেছে। সেই রিপোর্ট অনুযায়ী তাদের করোনা নেগেটিভ পাওয়া গেছে।

হালিশহর আচার্য্য পাড়ার গীতা মন্ডলের রিপোর্ট নিয়ে হৈ চৈ পড়ে গিয়েছিল এলাকায়। পুলিশ কমিশনার থেকে শুরু করে স্বাস্থ্য আধিকারিক, চেয়ারম্যান ও ওয়ার্ড কাউন্সিলর, সিআইসি হেল্থ সহ ডেপুটি মেজিস্ট্রেট সকলকে নিয়ে তড়িঘড়ি করে বৈঠক হয় বীজপুর থানায়। থানায় বৈঠকের পর সেই এলাকায় কোয়ারেন্টাইন করা হয় ও সেটাকে সিল করে দেওয়ার কথা বলা হয়।

হালিশহর পৌরসভার চেয়ারম্যান অংশুমান রায় পরিষ্কার করে জানান, যেহেতু তড়িঘড়ি করে ব্যবস্থা নেওয়া হয়েছিল তাই করোনা ধরেই ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু আজ রিপোর্ট তাদের হাতে, যা থেকে পরিষ্কার হয়ে গেছে গীতা মন্ডলের নেগেটিভ। রিপোর্ট আসাতে আমরা স্বস্তির নিঃশ্বাস নিয়েছি। সাধারণ মানুষের মধ্যেও যেভাবে আতঙ্ক ছড়িয়েছিল তা অনেকটা কেটেছে।

হালিশহর আচার্য্য পাড়া গীতা মন্ডলের করোনা রিপোর্ট নেগেটিভ আসার পরেও এলাকাজুড়ে স্যানিটাইজেশন ও লকডাউনকে আরো শক্তপোক্তভাবে সফল করার চেষ্টা চালিয়ে যাওয়া হবে। চেয়ারম্যান অংশুমান রায় জানান, সতর্কতামূলক ভাবে তড়িঘড়ি করে ব্যবস্থা গ্রহণ করার জন্য বৈঠক হয়েছিল। সেটার জন্যই মানুষের কাছে ভুল বার্তা গেছিল সেটা আজ ক্লিয়ার হয়ে গেছে।