অবতক খবর,মালদা,সানু ইসলাম,১০ মার্চঃ দুঃস্থ মানুষদের ত্রাণ দেওয়া হল। আর সেই ত্রাণ দেওয়ার জন্য বেছে নেওয়া হল বই মেলাকে। মালদহের চাঁচলে উত্তর মালদহ বই মেলা শুরু হয়েছে।কুমার শিবপদ গ্রন্থাগার ময়দানে সেই মেলা চলছে। সেই মঞ্চ থেকে এলাকার গরিব মানুষদের খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করল স্বেচ্ছাসেবী সংস্থা খানপুর আজাদ গ্রাম উন্নয়ন সমিতি। বই মেলার মঞ্চ থেকে এদিন গরিব মানুষদের এক মাসের খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করল তারা। এদিন ১০৫ জন মানুষকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করা হয়েছে।স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্য পেয়ে খুশি গরিব মানুষেরা। করোনাকালে নিয়মিতভাবে গরিব মানুষদের সাহায্য করেছিল খানপুর আজাদ গ্রাম উন্নয়ন সমিতি। করোনাকাল তো বটেই, বিভিন্ন উৎসবে গরিব মানুষদের নানাভাবে খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করেছে তারা। এছাড়া শীতের সময় শীতবস্ত্র দিয়েও তারা গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে। এদিন শতাধিক গরিব মানুষকে চাল, ডাল, আটা, তেল, চিনি, মুড়ি, সয়াবিন ও সাবান দেওয়া হয় বলে জানিয়েছেন সংস্থার সম্পাদক আব্দুর রশিদ। এজন্য কুয়েতের একটি সংস্থা, আল হেদায়া চ্যারিটি অ্যাসোসিয়েশন এন্ড সেখ এ এ চ্যারিটি সোসাইটি তাদের সাহ্যাযের হাত বাড়িয়ে দিয়েছে বলে জানা গিয়েছে।

এদিন ওই ত্রান শিবিরে উপস্থিত হয়েছিলেন চাঁচলের এসডিও কল্লোল রায়,চাঁচল থানার আইসি প্রতিনিধি তফজ্জল হোসেন,বইমেলা কমিটির সম্পাদক আব্দুস সাত্তার সহ আরোও অনেকে।মহকুমাশাসক কল্লোল রায় খানপুর আজাদ উন্নয়ন সমিতির উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন।