অবতক খবর,৯ অক্টোবর: আজ পঞ্চমী। আর‌ এই পঞ্চমীর দিনে বড়সড় সাফল্য পেল বীজপুর পুলিশ। হারিয়ে যাওয়া এবং চুরি হওয়া ৩৫টি মোবাইল উদ্ধার করে তাদের নিজ মালিকের হাতে ফিরিয়ে দিল বীজপুর পুলিশ প্রশাসন। বীজপুর থানার ভারপ্রাপ্ত আইসি সঞ্জয় বিশ্বাস, সাব-ইন্সপেক্টর মনিরুল মোল্লা, পিএসআই সুমন নন্দী, সাব-ইন্সপেক্টর জয়ন্ত বিশ্বাস, এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মিহির ধরের উপস্থিতিতে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হল মোবাইল। নিজেদের মোবাইল ফিরে পেয়ে ভীষণ খুশি প্রত্যেকেই। তারা ধন্যবাদ জানালেন বীজপুর থানার প্রত্যেক পুলিশকর্মীকে।

 

পাশাপাশি বীজপুর থানার ভারপ্রাপ্ত আইসি সঞ্জয় বিশ্বাস বলেন,আমরা ২৪ ঘন্টা মানুষের পাশে থাকার চেষ্টা করি। মানুষের হাতে মোবাইল ফিরিয়ে দিতে পেরে আমরাদের খুব ভালো লাগছে। আগামী দিনে আরও হারিয়ে যাওয়া মোবাইল চেষ্টা করব প্রত্যেক মানুষের হাতে ফিরিয়ে দিতে। আমাদের বীজপুর থানার টিম যেভাবে মোবাইলগুলোর উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়েছিল,তার জন্য ধন্যবাদ জানাবো আমাদের প্রত্যেক পুলিশ আধিকারিকদের।