অবতক খবর, সংবাদদাতা :: শনিবার পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে বিভিন্ন ব্লক এবং শহরে পেট্রোল পাম্প গুলির সামনে পেট্রোল ও ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণ সাক্ষর অভিযান ১০ ও১১ ই জুলাই পর্যন্ত চলবে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টে পর্যন্তপশ্চিমবঙ্গ তৃনমূল যুব কংগ্রেসের নির্দেশে গোটা রাজ্যে সাথে পূর্ব বর্ধমান জেলার শহরের ১১টি পেট্রোল পাম্পের সামনে পেট্রোল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে গনস্বাক্ষর সংগ্ৰহ অভিযান হলো শনিবার।
এদিন এই গনস্বাক্ষর অভিযানে উপস্থিত ছিলেন জেলার তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি রাস বিহারী হালদার,জেলার সহ সভাপতি আইনুল হক শহর তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি শুভায়ু সাহা,জয়হিন্দ বাহিনীর শহর সভাপতি পল্লব দাস,বর্ধমান শহর তৃনমূল জয়হিন্দ বাহিনীর চেয়ারম্যান সমরজিৎ দাস,যোগেশ্বর দাস বৈরাগ্য সহ অনান্যরা।
এই কর্মসূচির পাশাপাশি একটি রইলি করা হয় এবং সেই রইলিতে থাকে গরুর গাড়ি। গরুর গাড়ির ওপর চাপানো থাকে মোটরসাইকেল, বল হরি হরি বোল স্লোগান দিয়ে নরেন্দ্র মোদির কুশপুতুল নিয়ে যাওয়া হয় রাস্তার উপর থেকে।