অবতক খবর,২৭ ডিসেম্বরঃ আবাস যোজনার দুর্নীতি দিয়ে রণক্ষেত্র হয়ে উঠেছে গোটা মুর্শিদাবাদ। বারবার অভিযোগ উঠে এসেছে মুর্শিদাবাদ এর বিভিন্ন প্রান্ত থেকে। মুর্শিদাবাদ জেলার সুতি দুই ব্লকের লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর গ্রামে এবার ঘরে ঘরে আবাস যোজনার তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ করলেন সাধারণ মানুষ। তাদের তারা গরিব দুঃস্থ হলেও আবাস যোজনায় তাদের নাম নেই।। এমনকি স্থানীয় পঞ্চায়েত প্রধানের ছেলের বিরুদ্ধে তাদের নামে মিথ্যা অভিযোগ করার অভিযোগ উঠেছে। আবাস যোজনার তালিকায় সার্ভে করতে এসেও দেখা যায় যাদের পাকা দোতলা বাড়ি রয়েছে তাদের নাম রয়েছে। অন্যদিকে যাদের টিনের কিংবা বেড়ার বাড়ি ভেঙে পড়েছে মাটির বাড়ি। তাদের নাম নেই তালিকায়। প্রধানের বাড়িতে অভিযোগ জানাতে গেলে প্রধানের ছেলে হুমকি দিয়ে পুলিশের ভয় দেখাচ্ছেন।
গ্রামবাসীদের অভিযোগ বারবার গ্রাম পঞ্চায়েত প্রধানকে বললেও কর্ণপাত করেননি তিনি। ছবি তুলতে আসলে পাকা বাড়ির লোকজন বাড়ি থেকে বেরিয়ে ছবি তুলছেন বলে অভিযোগ। এই দাবিতে আজ রাস্তা অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি অবিলম্বে আবাস যোজনার তালিকা দুর্নীতিমুক্ত করতে হবে নতুবা আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করে তুলবেন তারা।