অবতক খবর,বীরভূম,৩ আগস্ট: বীরভূমের একাধিক জায়গায় সিবিআই ও ইডি হানা। শান্তিনিকেতনের রতনকুঠি গেস্ট হাউস থেকে দুটি দলে বিভক্ত হয়ে নানুরের বাসাপাড়া ও সিউড়ির দিকে যায় তদন্তকারী অফিসারেরা। তৃণমূলের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান ও সিউড়িতে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়িতে হানা দেয় অফিসারেরা।

শান্তিনিকেতনে বিশ্বভারতীর রতনকুঠি গেস্ট হাউসে কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা ছিলেন। সকাল সকাল তাদের ১০ টি গাড়ি বেরিয়ে পরে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে দুটি দলে ভাগ হয়ে একটি দল নানুরের দিকে, অন্য একটি দল সিউড়ির দিকে চলে যায়৷

নানুরের বাসাপাড়ায় বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানের বাড়িতে যান সিবিআই অফিসারেরা৷ প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত হিসাবে নাম রয়েছে এই কেরিম খানের৷ অন্যদিকে, সিউড়ির সাজানো পল্লী এলাকায় পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়িতে সকাল সকাল হানা দেয় ইডির অফিসারেরা। উল্লেখ্য, এরা দুজনেই তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত।