অবতক খবর,১৯ জুলাইঃ দই, বাটার, দুধ, পনির, বিভিন্ন গুড়, চিনি, মধু, মুড়ি, চিরে, খই, মুরকি, বার্লি ওটস, চাল, গম, আটা, এই সমস্ত নিত্য প্রয়োজনীয় প্যাকেট বন্দি খাবারের উপর পাঁচ শতাংশ জিএসটি লাগু করেছে কেন্দ্র সরকার। যদিও ইতিমধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে নদীয়া জেলার বিভিন্ন বাজার গুলিতে।

মঙ্গলবার বেশ কয়েকটি মিষ্টির দোকানদার জানান, এই সমস্ত জিনিসের উপর আগে কখনো জিএসটি লাগু হয়নি, এখন ক্রেতা বিক্রেতা সকলেরই ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে। বিক্রেতারা জানাচ্ছেন মেনে নেওয়া ছাড়া উপায় নেই।

যদিও তৃণমূল নেতা বলছেন পেট্রোল-ডিজেলের দাম বেড়ে যাওয়ার কারণে এমনিতেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। এখন মানুষ আরো বিপদে পড়বে মানুষ কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মেনে নিতে পারছি না।