অবতক খবর,৪ জুলাই,সনৎ বর্মন,কোচবিহারঃ কোচবিহার শহরে অবস্থান বিক্ষোভ করে জেলা শাসকের কাছে গণ ডেপুটেশন প্রদান করল অল বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন। এদিন কোচবিহার শহরের সুনীতি রোডে চার দফা দাবির ভিত্তিতে অবস্থান বিক্ষোভ করল সেলস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন।

মূলত এদের দাবিগুলো ছিল, করোনা মহামারীর সংকট কালে কেন্দ্রীয় সরকারের সেলস স্লিপ প্রেজেনটিভদের জন্য যে আইন প্রণয়ন করেছিল সেটাকে তারা ধিক্কার জানিয়েছে, রাজ্য সরকারের কাছে সেলস রিপ্রেজেন্টেটিভ দের ন্যূনতম বেতনের আওতায় স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন এবং অবিলম্বে ওষুধের উপর থেকে জিএসটি প্রত্যাহার করতে হবে।

উপরোক্ত দাবিগুলোকে সামনে রেখে বিক্ষোভ করে কোচবিহার জেলা শাসকের দপ্তরে তারা স্মারকলিপি প্রদান করেন। কোচবিহার জেলা, রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সম্পাদক ভাস্কর শর্মা কি জানিয়েছেন তা শুনে নেব আমরা।