অবতক খবর,সুমিত,রামপুরহাট: কলকাতা হাইকোর্টের নির্দেশ মত বগটুই কাণ্ডের তদন্ত শুরু করেছে সিবিআই। ঘটনার তদন্তে নামার পরেই একের পর এক সরকারি আধিকারিক থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে সিবিআই। রামপুরহাটের প্রাক্তন এসডিপিও সায়ন আহমেদকে আগেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গতকাল ফের বগটুই কাণ্ডের প্রত্যক্ষদর্শী মিহিলাল শেখকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এবার দুজন দমকল আধিকারিককেও তলব করল সিবিআই। সেদিন কখন ঘটনাস্থলে পৌঁছে ছিল তা জানতেই তলব এমনটাই সূত্র মারফত খবর।

অন্যদিকে রামপুরহাটে তৃণমুল কংগ্রেসের উপপ্রধান খুনের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করল রামপুরহাট পুলিস। ধৃতদের নাম শেরা সেখ, সঞ্জু সেখ ও রাজা সেখ। গতকাল রাতে মালদহ ও রামপুরহাট ঝাড়খণ্ড বর্ডার এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। গত ২১ মার্চ রামপুরহাটের বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ভাদু শেখকে। এই ঘটনায় ১০ জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। আগেই হানিফ সেখ নামে একজনকে গ্রেফতার করা হয়েছিল। তারপর গতকাল তিনজনকে গ্রেফতার করল পুলিস। আজ ধৃতদের রামপুরহাট মহ্কুমা আদালতে তোলা হবে।