অবতক খবর,১০ অক্টোবর: বাঙালীর শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব।করোনা অতিমারির কারণে মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ।ধর্ম যার যার উৎসব সবার এই বার্তাকে সামনে রেখে গ্রামের দুঃস মানুষদের কথা চিন্তা করে পঞ্চমীর শুভক্ষণে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং বাঘণের হ্যাপি অফিসের সহযোগিতায় এলাকার কয়েক শতাধিক মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঘণ এলাকায়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল,জেলা যুব তৃণমূল সভাপতি কৌশিক গুন,কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়,জেলা পরিষদের কো- মেন্টর অসীম ঘোষ, ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য, জেলা পরিষদের সদস্য দধীমোহন দেবসর্মা ও মোমেনা আহমেদ ভান্ডার অঞ্চল তৃণমূল সভাপতি তথা হ্যাপী অফিসের কর্ণধার উত্তম ঘোষ। শারদ উৎসবে যাতীধর্ম নির্বিশেষে সকলকে বস্ত্রদান করা হয়।নতুন বস্ত্র পেয়ে খুশি সকলে।