অবতক খবর,২১ আগস্ট,জলপাইগুড়ি: জলপাইগুড়ি শহরে কয়েকদিন ধরে টানা বৃষ্টির ফলে করলার নদীর জল ঢুকে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে নদী সংলগ্ন ১ নম্বর এবং ২৫ নম্বর ওয়ার্ডের ইন্দিরা গান্ধী কলোনী এবং পরেশ মিত্র কলোনি নিচমাঠ এলাকার বাসিন্দাদের।

শনিবার সামান্য জল নেমেছে বলে জানালেন বাসিন্দারা। এমতাবস্থায় তাও চরম চিন্তায় দিন কাটাচ্ছে তারা। এখনও সেভাবে কেউই সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। বাড়িতে জল ঢুকে যাওয়ার কারণে রান্নাবান্নাও করতে পারেননি তারা। ১ নম্বর ওয়ার্ড ইন্দিরা গান্ধী কলোনী নিচমাঠ এলাকায় সাহায্যে কেউ আসেনি বলে বাসিন্দারা ক্ষোভ উগরে দেন।

আজ গ্রীন জলপাইগুড়ি নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ওই সমস্ত বানভাসি মানুষদের পাশে দাঁড়ালেন দু’মুঠো খাবার নিয়ে। গতকালও এই সংস্থা এই মানুষদের রান্না করা খাবার পৌঁছে দিয়েছেন বলে জানা গেছে।