অবতক খবর ,রণজিৎ যাদব , উত্তর দিনাজপুর :- রাজ্যের মূখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরবাসীর জন্য ৪ লক্ষ্য ৫০ হাজার টাকার ব্যায়ে নতুন পৌর উৎসব ভবন “স্পন্দন” এর দ্বারোদঘাটন হল সোমবার।
শহরের তিন নম্বর ওয়ার্ডের মজলিসপুরে এই নতুন উৎসব ভবন গড়ে তুলেছে কালিয়াগঞ্জ পুরসভা।
এদিন বিকালে “স্পন্দন” নামের এই উৎসব ভবনের দ্বারোদঘাটন করেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ।
কালিয়াগঞ্জের পুর প্রশাসক শচীন সিংহ রায়ের সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসক মন্ডলীর সদস্য বসন্ত রায়, কমল ঘোষ, ঈশ্বর রজক, রাজীব সাহা, পুর নির্বাহী অফিসার আশুতোষ বিশ্বাস, ফিনান্স অফিসার ছট্টু আগরওয়ালা এবং একাধিক প্রাক্তন কাউন্সিলার।
এলাকাবাসীর দীর্ঘদিনের চাহিদার কথা মাথায় রেখে মজলিসপুরে এই নতুন পৌর উৎসব ভবন গড়েছে কালিয়াগঞ্জ পুরসভা। নামমাত্র ভাড়ার বিনিময়ে এই উৎসব ভবনে যে কোন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারবেন এলাকার বাসিন্দারা।