অবতক খবর , সুজিত , হুগলীঃ – ভিক্টোরিয়ার ঘটনার রাজনৈতিকভাবে পাল্টাজবাব দেওয়া হবে বলে সোমবার হুগলীর পুড়শুড়ার জনসভায় জানান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।অভিযোগ ভিক্টোরিয়ায় নেতাজী জন্ম জয়ন্তী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভাষনের আগে স্লোগান বিভ্রান্তির তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। মঞ্চে ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে ভাষণ দেননি মুখ্যমন্ত্রী। সোমবার হুগলীর দলীয় জনসভায় তা নিয়ে মুখ খুলে বিজেপিকে একহাত নেন তৃণমূলনেত্রী।

তিনি বলেন, ‘নেতাজি আমাদের সকলের গর্ব। তাঁর জন্মজয়ন্তীর অনুষ্ঠানে গেলাম। এত বড় সাহস! কয়েকটা উগ্র ধর্মান্ধ দেশের প্রধানমন্ত্রীর সামনে আমায় কটুক্তি করেছে।’ হুঁশিয়ারি সুরের মমতা বলেন, ‘ওরা আমায় চেনে না। আমায় যদি কোনও মা বলেন বাসন টা মেজে দিয়ে যাও, আমি তাই করবো। কিন্তু আমাকে বন্দুক দেখালে আমি বন্দুকের সিন্দুক দেখাই। আমরা বন্দুকে বিশ্বাস করি না। রাজনৈতিকভাবে জবাব দেবো।’

দলত্যাগীদের উদ্দেশ্যেও কড়া বার্তা দেন মমতা। তিনি বলেন, ‘যারা যারা যেতে চাইছেন তাড়াতাড়ি চলে যান ট্রেন ছেড়ে দেবে। তৃণমূল আপনাদের চায় না। আমাদের কিছু যায় আসে না। কারণ ভোট আর এক মাসের মধ্যে। আজকে গিয়ে আর কি লাভ? কি পাবে?’

তিনি জানান, তৃণমূল টিকিট দিল না তাই ভয়ে পালিয়ে যাচ্ছে কেউ কেউ। যারা মানুষের জন্য কাজ করেনি তৃণমূল তাদের টিকিট দেবে না। বিজেপিকে তাণ্ডবকারীদের দল বলেও আক্রমণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।