অবতক খবর,২৬ মার্চ,মলয় দে,নদীয়া:- নদীয়ার বিভিন্ন গ্রাম শহরে এসইউসিআই এর কর্মী সমর্থকরা মাইক সহযোগে টোটো তে করে প্রচার চালাচ্ছেন আগামী 28 এবং 29 তারিখ দুদিন ধরে ভারত বনধ এর স্বপক্ষে। তাদের দাবি কেন্দ্রের বিজেপি সরকারের চূড়ান্ত জন বিরোধী কৃষি-শিল্প শিক্ষানীতি, বেকারি, মূল্যবৃদ্ধি ,বেসরকারিকরণ, শ্রমিক বিরোধী লেবার কোড, সাম্প্রদায়িক রাজনীতি, ও রাষ্ট্রীয় সন্ত্রাস এবং রাজ্য সরকারের দুয়ারে মদ, হাসপাতালে ওষুধ বাতিল দলবাজি দুর্নীতি ও স্বজনপোষণের বিরুদ্ধে, ন্যূনতম মজুরির দাবিতে, সমস্ত বন্ধ চা বাগান খোলার দাবিতে এবং চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ও স্থায়ী কাজের দাবিতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নেতৃত্ব।

দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং জাতীয় ফেডারেশন সমূহের ডাকে 28 এবং 29 শে মার্চ তারা সারা ভারত সাধারণ ধর্মঘট পালন করতে চলেছেন। আর তারই স্বপক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো এভাবেই প্রচার করছে সারা ভারতজুড়ে, এমনটাই দাবি করেছে এসইউসিআই। দীর্ঘদিন লকডাউনে কর্মহীনতার পর আর্থিক দুরবস্থায় থাকা নিম্নমধ্যবিত্ত পক্ষে এই বন্ধ কতটুকু যুক্তিসঙ্গত, সে বিষয়ে নেতৃত্ব জানান লক্ষ লক্ষ শ্রমিক কাজ হারিয়েছে, লক্ষ লক্ষ কৃষক তাদের ফসলের উপযুক্ত দাম পাচ্ছে না, রেল হকার এবং অন্যান্য ছোটখাটো দোকানদারদের পাশে দাঁড়ায়নি কোন সরকার, তাই বাধ্য হয়ে আজ তারাই বন্ধের পক্ষে। শুধু দুদিন নয় শ্রমিকদের একাংশ মনে করছেন লাগাতার টানা সাতদিন বন্ধ করলে তবে হয়তো টনক নড়বে সরকারের।