অবতক খবর :: ডানকুনি :: হুগলীর ডানকুনির জগন্নাথপুরে ফোমের কারখানায় আগুন। উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে যানা যায় কারখানার শেঠ মেরামতির কাজ চলছিল । এলাকায় মানুষের প্রাথমিক অনুমান কারখানার ওয়েল্ডিং এর কাজ হচ্ছিলো সেখান থেকেই আগুন লাগতে পারে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বড় সড় বিপদ ঘটতে পারতো কারন আশেপাশে আর কারখানা আছে এবং ঘনবসতি এলাকা। প্রথমে এলকার মানুষ আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেওয়া হয় দমকল বিভাকে ও ডানকুনি থানার পুলিশকে। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় কারখানার আগুন নিয়ন্ত্রণে আনেন। হতাহতের কোন খবর নেই। আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছে দমকল বিভাগ ও ডানকুনি থানার পুলিশ।









