শিলিগুড়ি :: ২৬ মে ::    শিলিগুড়ির নেতাজি গার্লস প্রাইমারী স্কুলে শুরু হল অনলাইন ক্লাস। বেশ কয়েকমাস ধরেই বন্ধ রয়েছে শহরের সমস্ত স্কুলগুলি। বেসরকারি মাধ্যমের স্কুলগুলিতে অনলাইন ক্লাস চললেও পিছিয়ে ছিল সরকারি প্রাইমারী স্কুল।

তবে এবার নেতাজি গার্লস প্রাইমারি স্কুলের তরফে প্রথম এই উদ্যোগ নেওয়া হল। বাড়িতে বসেই ছাত্রীরা অনলাইনের মাধ্যমে এবার ক্লাস করবে। স্কুলের এই উদ্যোগে খুশি তাদের অভিভাবকেরাও।

তারা জানান,এতদিন বাড়িতে বসে বাচ্চাদেরও ভাল লাগছিল না। এবার তারা অনলাইন ক্লাসের মধ্যে দিয়ে আবার পড়াশোনার মধ্যে প্রবেশ করতে পারবে। পাশাপাশি স্কুলের ছাত্রীরাও এতে খুব খুশি। যতদিন স্কুল বন্ধ থাকবে ততদিন এভাবেই ক্লাস চলবে বলে জানান স্কুল কর্তৃপক্ষ।