অবতক খবর :: উত্তর দিনাজপুর ::    উত্তর দিনাজপুর জেলার সীমান্ত পেরোতে পারলোনা বিহার থেকে আসা ইটভাটার শ্রমিকরা। তার আগেই দার্জিলিং জেলার পুলিশ তাদেরকে আটকে দিল। আর এই বিষয়টিকে কেন্দ্র করেই জাতীয় সড়ক জুড়ে বিক্ষোভে-সরব হলো বিহারের কিশান্গঞ্জ জেলা থেকে আসা প্রায় চুয়াত্তর জন শ্রমিক।

বৃহস্পতিবার বিকেলে উত্তর দিনাজপুর জেলার সীমান্ত সংলগ্ন এলাকায় আটকে দেওয়া হলো তাদের। এই বিষয়টিকে সামনে রেখে তারা এদিন রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ, ইতিমধ্যেই বিভিন্ন থানা পেরিয়ে গেলেও পুলিশ প্রশাসন তাদেরকে বাড়ি ফেরানোর জন্য আদৌ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাই তারা বাধ্য হয়েই পায়ে হেঁটে বাড়ি ফিরছেন ।সেখানেও বাধা দেওয়া হচ্ছে কেন ।এই প্রশ্ন তুলেছেন তারা ।অবিলম্বে তাদের বাড়ি ফিরতে দেওয়া হোক এবং ছেড়ে দেওয়া হোক রাস্তা। এই দাবিতেই মূলত সরব তারা।

ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কার জানান, তাদেরকে সংযত হতে বলা হচ্ছে এবং তারা যেন নির্ধারিত জায়গায় পৌঁছাতে পারেন তার জন্য গাড়ির ব্যবস্থা করা হচ্ছে ।তার আগে অবশ্যই নিয়ম মেনে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।