অবতক খবর,২৮ ফেব্রুয়ারী,ইসলামপুর: বিধায়কের দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পরিবারের তরফে এখনও থানায় কোনো অভিযোগ হয়নি। তবে পুলিশের তরফে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলে জানা জানিয়েছেন ইসলামপুর পুলিশ জেলার ডিএসপি ডিএনটি সোমসুভ্র কাপরি।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর এসে অস্বাভাবিক মৃত্যু হয় চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের দেহরক্ষীর মহম্মদ সুলতান হোসেনের। মহম্মদ সুলতান হোসেন মালদা জেলার সুলতানগছ এলাকার বাসিন্দা ছিলেন। প্রায় ২০ থেকে ২২ বছর ধরে চোপড়া বিধায়ক হামিদুল রহমানের দেহরক্ষী ছিলেন তিনি।

জানা গিয়েছে ইসলামপুর শহরের তিস্তা পল্লী এলাকায় একটি হোটেলের রুমে অসুস্থ অবস্থায় ওই দেহরক্ষী মহম্মদ সুলতান হোসেন কে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করে। ঘটনার পর হোটেল মালিকের দাবি এক মহিলাকে নিজের স্ত্রী বলে পরিচয় দিয়ে সেই হোটেল রুমে নিয়ে গিয়ে ছিলেন নিহত দেহরক্ষী মহম্মদ সুলতান হোসেন। খাওয়া দাওয়া করার হঠাৎ অসুস্থ খবর পায় হোটেল কতৃপক্ষ। তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করে। শুক্রবার ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর ইসলামপুর থানায় নিহত পুলিশ কর্মীকে শেষ শ্রদ্ধা জানানো হয়।